স্কাইপের টুইটার, ফেসবুক ও ব্লগ হ্যাক!
স্কাইপের টুইটার, ফেসবুক ও ব্লগ হ্যাক!
বিডিলাইভ রিপোর্ট:বিনা মূল্যে ইন্টারনেটে কথা বলা ও বার্তা আদান-প্রদানের জনপ্রিয় সেবা স্কাইপের অফিশিয়াল টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট, ব্লগ গত বৃহস্পতিবার বেদখল হয়েছে সিরিয়ান ইলেকট্রনিক আর্মি (এসইএ) নামের একটি
হ্যাকার গ্রুপের হাতে।
মাইক্রোসফটের মালিকানাধীন স্কাইপের বেদখল হওয়া ফেসবুক ও টুইটার পেজ এবং ব্লগে হ্যাকার গ্রুপের পক্ষ থেকে লেখা হয় 'মাইক্রোসফটের ই-মেইল (হটমেইল ও আউটলুক) ব্যবহার থেকে বিরত থাকুন। তারা আপনার কার্যক্রমের ওপর নজর রাখছে এবং আপনার তথ্য সরকারের কাছে সরবরাহ করছে।'
তবে অ্যাকাউন্ট দুটি বেদখল হওয়ার পর পরই তা পুনরুদ্ধার করতে সক্ষম হয় স্কাইপ কর্তৃপক্ষ।
উদ্ধার করার পরেই এসইএর পোস্ট করা বার্তাটি মুছে ফেলা হয়। এ ক্ষেত্রে গ্রাহকদের কোনো তথ্য বেদখল হয়নি বলেও নিশ্চিত করেছে স্কাইপ কর্তৃপক্ষ।
এর আগে একই প্রতিবাদে নিউইয়র্ক টাইমস এবং টুইটারের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও হামলা চালিয়েছিল এসইএ। হামলার তালিকায় বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ানসহ আরও কয়েকটি মিডিয়া প্রতিষ্ঠানও রয়েছে বলে জানা গেছে। মিডিয়ার বাইরে স্কাইপের সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর এমন হামলার বিষয়ে এসইএ জানায়, মাইক্রোসফটের মালিকানায় আসার আগে থেকেই গ্রাহকদের ব্যক্তিগত তথ্য বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা সংস্থাসহ সরকারকে দেওয়ার অভিযোগ রয়েছে বলে এ হামলা করা হয়েছে।
0 comments:
Post a Comment