৫ বছরের আগে আর নির্বাচন নয়

পাঁচ বছরের আগে বাংলাদেশে আর কোনো জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা
নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী  তোফায়েল আহমেদ।’৫ বছরের আগে আর নির্বাচন
নয়’ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বুধবার তার কার্যালয়ে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।
বুধবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দফতরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)
রাষ্ট্রদূত উইলিয়াম হানার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি। বর্তমান সরকার ৫ বছরই ক্ষমতায় থাকবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “৫
বছরের আগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার আর কোনো সম্ভাবনা নেই।”অন্যদিকে, উইলিয়াম হানা সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপ চায় ইইউ।
এর আগে সকালে ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
তোফায়েল বলেন, “রবার্ট গিবসন তাকে বলেছেন-’আপনারা বলেছিলেন, বিরোধীদল
সহিংসতা বন্ধ করলে এবং জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সংলাপ হতে পারে।
এখন দেখা যাচ্ছে সহিংসতা বন্ধ হয়েছে এবং খালেদা জিয়ার গত সমাবেশে জামায়াতে
ইসলামী ছিল না।”
তিনি বলেন, “এ প্রসঙ্গে টেনে গিবসন বলেছেন, এখনই বিএনপির সঙ্গে সংলাপ শুরু করেন।”
বাণিজ্যমন্ত্রী বলেন, “জবাবে আমি বলেছি, সংলাপ একটি চলমান প্রক্রিয়া। তবে বর্তমান সরকার ৫ বছরই ক্ষমতায় থাকবে।”
এছাড়া বর্তমান সরকারের ওপর দেশি-বিদেশি কোনো চাপ নেই—উল্লেখ করে তিনি
বলেন, “বিএনপির শুভ বুদ্ধির উদয় হয়েছে। তারা সহিংসতা থেকে সরে এসেছে।”



সূত্রঃ- দৈনিক সমকাল - ২২.০১.২০১৪
Share on Google Plus

About BDtop-news24.co

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment