শহীদ মিনারে যেতে খালেদা জিয়াকে বাধা






প্রথম প্রহরে শহীদ মিনারে যেতে খালেদা জিয়াকে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। 
বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সাংবাদিকদের বলেন,
খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার সব প্রস্তুতি নিলেও তার বাসার
সামনে ব্যাপক পুলিশ মোতায়েন থাকায় তিনি বের হতে পারেননি। এরপর রাত ১২টা ১০
মিনিটে খালেদা গাড়ি নিয়ে গুলশানের বাড়ি থেকে বের হয়ে একই এলাকায় তার
কার্যালয়ে যান। সেখান থেকে রাত ১টার দিকে দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে
গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী
কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার,
মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়,নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, ভাইস
চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান,
চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব মাহবুব
উদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহানগর
সদস্য সচিব আবদুস সালাম, সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক, শহীদ উদ্দিন
চৌধুরী এ্যানী, আবুল খায়ের ভূইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
৫ জানুয়ারির নির্বাচন বর্জন করায় এই প্রথম সরকারি প্রটোকলের বাইরে
রাষ্ট্রীয় অনুষ্ঠানের পর খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা
জানালেন।
Share on Google Plus

About BDtop-news24.co

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment