দিল্লিতে দুর্নীতিবিরোধী হেল্পলাইন চালু করলেন কেজরিওয়াল


দুর্নীতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের হাতেনাতে ধরতে হেলপলাইন চালু করেছে ভারতের দিল্লির নবনির্বাচিত সরকার। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সরকারি কর্মকর্তারা ঘুষ দাবি করলে এ হেলপলাইনের মাধ্যমে তাদের ধরতে সহায়তা করা হবে।
বুধবার দিল্লিবাসীর জন্য এই হেলপলাইন উদ্বোধন করেন আম আদমি পার্টির (এএপি) প্রধান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কাজ বা সেবার বিনিময়ে কোনো সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তা জনগণের কাছে ঘুষ দাবি করলে ওই নম্বরে ফোন করতে পারবেন দিল্লিবাসী।
ফোন নম্বরটিকে হেলপলাইন বলে অভিহিত করেছেন কেজরিওয়াল, যা ঘুষ দাবিকারীদের ধরতে সাহায্য করবে। তবে এটি অভিযোগ নম্বর নয়। ঘুষ দাবির বিষয়টি গোপনে অডিও বা ভিডিও করার কৌশল সম্পর্কে হেলপলাইন ব্যবহারকারীকে নির্দেশনা দেবে। এই গোপন রেকর্ডের মাধ্যমে প্রাথমিক তথ্যপ্রমাণ দেওয়ার পর সন্দেহভাজন কর্মকর্তাদের হাতেনাতে ধরতে ফাঁদ পাতবে সরকারের দুর্নীতিবিরোধী দল।
প্রাথমিক তথ্যপ্রমাণ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ ওঠা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকারের সংশ্লিষ্ট বিভাগ। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত হেলপলাইনটি চালু থাকবে। সম্প্রতি দুর্নীতি নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে দিল্লিবাসীর উদ্দেশে কেজরিওয়াল বলেছেন।
Share on Google Plus

About BDtop-news24.co

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment