ড্যাফোডিলে অ্যাপস তৈরির প্রশিক্ষণ

ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) শুরু হয়েছে পাঁচ দিনের মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির প্রশিক্ষণ। সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এ সময় আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, ডিআইইউয়ের উপাচার্য এম লুৎফর রহমান, সফটওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান তৌহিদ ভূঁইয়া, এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী আশ্রাফ আবিরসহ অনেকে উপস্থিত ছিলেন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপস তৈরির কৌশল শেখানো হবে এ কর্মশারায়। আইসিটি মন্ত্রণালয় আয়োজিত জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচির অংশ হিসেবে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ কর্মসূচির অন্যতম বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হচ্ছে এমসিসি লিমিটেড।ঢাকা জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ গ্রহণের মাধ্যমে নির্বাচন করা হয়েছে।-

Share on Google Plus

About BDtop-news24.co

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment