অভিভাবকদের অনুমতি ছাড়া অ্যাপ কিনেছে শিশুরা। আর তাই অভিভাবকেরা অ্যাপল কম্পিউটারের বিরুদ্ধে মামলা করেছিলেন। এখন এমন শিশুদের অভিভাবকদের প্রায় তিন কোটি ২৫ হাজার ডলার ফেরত দেবে অ্যাপল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সঙ্গে সমঝোতা শেষে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড।
অভিভাবকদের অনুমতি ছাড়া অনেক শিশু নানা ধরনের অ্যাপস কিনে থাকে। অভিভাবকদের অজান্তে হওয়া এ অ্যাপস কেনার বিষয়টি নিয়ে দীর্ঘদিন কার্যক্রম পরিচালিত হয়। এ অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি যাতে ভবিষ্যতে অ্যাপস কেনার ক্ষেত্রে এ বিষয়গুলো সম্পর্কে আরও বেশি জানতে পারেন ক্রেতা, সে বিষয়টিও নিশ্চিত করার কথা জানিয়েছে অ্যাপল।
এফটিসির চেয়ারওমেন এথ রামিরেজ বলেন, এ সমঝোতা গ্রাহকদের জন্য দারুণ এক জয়। অ্যাপলের অনৈতিক বিলের কারণে অনেকেই সমস্যায় পড়েছেন। বিশেষ করে সেসব অভিভাবক যাঁদের অজান্তেই তাঁদের শিশুরা এসব অ্যাপস কিনেছে। অ্যাপলের এ অনৈতিক বিলের বিষয়ে এফটিসির কাছে কয়েক হাজার অভিযোগ জমা হয়। এসব অভিযোগ পেয়ে এ বিষয়ে বিস্তারিত তদন্তে নামে এফটিসি কর্তৃপক্ষ। তদন্তে প্রমাণিত হয় অ্যাপলের অ্যাপস কেনার বিষয়টি উন্নত নয়।
দেখা যায়, একটি অ্যাপস কেনার পরও আরও বাড়তি ১৫ মিনিট সময় থাকে যে সময়ে আরও সুযোগ থাকে একই আইডি ব্যবহার করে আরও অ্যাপস কেনার। আর এ সময়ে শিশুরা অযথা অনেক অ্যাপস কিনতে থাকে। এফটিসিতে অভিযোগ করেছেন এমন এক নারী জানান, তাঁর মেয়ে একটি অ্যাপস কিনতে গিয়ে দুই হাজার ৬০০ ডলার খরচ করেছে! এমন সব অভিযোগ পেয়েই এফটিসি কর্তৃপক্ষ এমন উদ্যোগ নেয়।
—বিবিসি ও দ্য টেলিগ্রাফ অবলম্বনে

0 comments:
Post a Comment