সালমা এখন এমপির বউ


বাংলাদেশে প্রতিযোগিতামূলক গানের অনুষ্ঠান ক্লোজআপ ওয়ানের দ্বিতীয় আসরের সেরা আবিষ্কার সালমা আক্তার। তার গাওয়া 'ও মোর বানিয়া বন্ধুরে/একটা তাবিজ বানায়া দে' -এ গানটি শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ক্লোজআপ ওয়ান তারকা সালমার কণ্ঠেই। আর এ সালমা আক্তার এখন সংসদ সদস্যের (এমপি) বউ। পাড়া মহল্লার মানুষেরা তাকে এখন 'এমপির বউ' হিসেবেই ডাকেন।
সালমা এতোদিন ছিলেন চেয়ারম্যানের বউ। কিন্তু সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচনে তার স্বামী শিবলী সাদিক আওয়ামী লীগের হয়ে জয়ী হওয়ায় বদলে গেছে তার পরিচয়। তিনি এখন এমপির বউ। নতুন এই সম্বোধন তিনি বেশ ভালোভাবেই উপভোগ করছেন বলে জানা গেছে।
বর্তমানে দিনাজপুরে তার শ্বশুর বাড়িতে অবস্থান করছেন সালমা। নির্বাচনে জেতার পর বেশ ফুরফুরে মেজাজেই আছেন তিনি। সামনের সপ্তাহে তিনি ঢাকায় আসবেন বলে জানা গেছে।
এদিকে নির্বাচনের বেশ আগে থেকেই কুষ্টিয়ার মেয়ে সালমা তার ফেসবুক প্রোফাইলে স্বামীর পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন। সর্বশেষ তিনি তার প্রোফাইলে একটি ফুলের মালা পড়া ছবি আপলোড করেছিলেন। স্বামী শিবলী সাদিক নির্বাচনে জেতার পর তার বিজয়মাল্য নিজেই পরিয়ে দিয়েছেন স্ত্রী সালমাকে।
পরিবর্তনকে সালমা বলেন, "নির্বাচনে জেতার ব্যাপারে আমরা বেশ আশাবাদী ছিলাম। যারা ভোট দিয়েছেন এবং যারা দোয়া করেছেন তাদের সকলকে ধন্যবাদ। শিবলী জেতার পর সত্যিকার অর্থেই আমি এমপির বউ। অনেকেই মজা করে আমাকে এমপির বউ বলে সম্বোধন করছেন। ব্যাপারটি বেশ উপভোগ করছি।"
Share on Google Plus

About BDtop-news24.co

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment