জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবে ২০ আইটি প্রফেশনাল


তরুণ আইটি প্রফেশনাল হিসেবে শিক্ষার্থীদের বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে আগামী ২২ ফেব্র“য়ারি থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আইটি ট্যালেন্ট কনটেস্ট ২০১৪’। বাংলা বিজনেস পার্টনার (বিবিপি) জাপানের উদ্যোগে এবং ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি’র সহযোগিতায় আয়োজনের প্রথম পর্বে জাপানে চাকরির সুযোগ পাবেন ২০ জন প্রতিযোগী। পর্যায়ক্রমে নিয়মিত আইটি প্রফেশনালদের জাপান, আমেরিকা, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে জাপানি প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান করা হবে। নির্বাচিত টেলেন্টদের জাপানি ভাষা ও তথ্যপ্রযুক্তি (আইটি) সেক্টরে কাজ করার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

গত বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলা বিজনেস পার্টনার (বিবিপি), জাপানের ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি এই তথ্য জানান। এসময় ড্যাফোডিল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান ও পরিচালক রথীন্দ্র নাথ দাস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে অধ্যয়নরত শেষ বর্ষের শিক্ষার্থী, পাসকৃত গ্র্যাজুয়েট অথবা আইটি প্রফেশনালরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। চার ধাপে অনুষ্ঠেয় প্রতিযোগিতার প্রথম ধাপে এমসিকিউ পদ্ধতিতে আইকিউ টেস্ট অনলাইনের মাধ্যমে প্রাথমিক বাছাই হবে। দ্বিতীয় ধাপে স্থানীয় বিশেষজ্ঞদের উপস্থিতিতে চৎড়নষবস ঝড়ষারহম অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে লোকাল ইন্টারভিউ নিয়ে চূড়ান্ত করা হবে।

বাছাই পর্বে দেশীয় আইটি বিশেষজ্ঞদের সঙ্গে আইবিএম-এর সাবেক ভাইস চেয়ারম্যান নরিও মুরাকামি উপস্থিত থাকবেন এবং সর্বশেষে জাপানি চাকরিদাতা প্রতিষ্ঠান চূড়ান্ত ইন্টারভিউ গ্রহণ করে প্রার্থী চূড়ান্ত করবেন। প্রথম পর্ব ২২ ফেব্র“য়ারি ও ২য় পর্ব ২৮ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হবে। আবেদনপত্র ২০ জানুয়ারি থেকে গ্রহণ করা হবে।
Share on Google Plus

About BDtop-news24.co

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment