সরকার উড়ে যাবে আন্দোলনের মুখে

ঢাকা: বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের আন্দোলনের
মুখে তাসের ঘরের ন্যায় উড়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের
চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।


শুক্রবার বিকালে জাতীয়
প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘গণতন্ত্র
প্রতিষ্ঠায় শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।


কাজী
জাফর বলেন, ‘যে সরকার পাঁচ শতাংশ ভোট পায়নি এবং ১৫৩ জন এমপি বিনা ভোটে
নির্বাচিত হয়েছেন তাদের স্থায়ীত্ব অনেক কম। এ সরকার জনগণের আন্দোলনের মুখে
উড়ে যাবে।’


তিনি বলেন, ‘ভারতের গণমাধ্যমগুলোতে
বাংলাদেশের বর্তমান সরকারকে নিয়ে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করেছে। সেখানে
বর্তমান সরকারের স্থায়ীত্ব অনেক কম বলে উল্লেখ করা হয়েছে।’


সাবেক
এ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি রাজনৈতিক জীবনে কোনো হতাশায় ভুগি না, কারণ
সঙ্কট থাকলে তার সমাধানও আছে। দেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট বেশি দিন থাকবে
না।’
জাফর বলেন, ‘জিয়াউর রহমান সরকারের মন্ত্রিপরিষদ
থেকে বের হয়ে এসে আমি বড় ভুল করেছিলাম সেটা তখন বুঝতে না পারলেও এখন
প্রতিনিয়ত অনুভব করি। আর এটাই ছিল আমার জীবনের বড় ভুল।’
 
প্রধানমন্ত্রীর
উদ্দেশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলের মুখপাত্র আসাদুজ্জামান
রিপন বলেন, ‘আপনি বিনা টিকেটে ট্রেনে উঠেছেন। আর এজন্য আপনার জেল-জরিমানা
হবে। বিনা টিকেটের যাত্রী হওয়ার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে।’
আয়োজক
সংগঠনের সভাপতি শামা ওবায়েদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা এ জেড এম জাহিদ, ব্র্যাক শ্বিবিদ্যালয়ের
অধ্যাপক ড. পিয়াস করিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল
ও খালেদা ইয়াসমিন প্রমুখ বক্তব্য দেন।
Share on Google Plus

About BDtop-news24.co

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment