ফেব্রুয়ারিতে দিয়ার বিয়ে

সাবেক মিস এশিয়া প্যাসিফিক এবং বলিউডি অভিনেত্রী দিয়া মির্জা ফেব্রুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন। পাত্র তার দীর্ঘদিনের প্রেমিক প্রযোজক সাহিল সাঙ্ঘা।
এর আগে ২০১৩-এর নভেম্বর মাসে গাঁটছড়া বাঁধার কথা ছিল দিয়া এবং সাহিলের। তবে ওই সময়ে দিয়ার মা অসুস্থ হয়ে পড়ায় বিয়ের তারিখ পিছিয়ে দেওয়া হয়। আর এবার সাহিলের ভাইয়ের অসুস্থতার কারণে আবারও বিয়ের তারিখ পেছাতে হয়েছে। জানুয়ানি মাসটি পার করেই বিয়ের অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছে, এ বিষয়ে নিশ্চিত করে সকল বন্ধুদের সংবাদ পাঠিয়েছেন দিয়া।

দিয়ার বিয়ের তারিখ দ্বিতীয়বার পেছানোর খবরটি নিশ্চিত করে তার মুখপাত্র বলেন, ঘনিষ্ঠ মানুষদের শারীরিক অসুস্থতার কারণে বারবার বিয়ের তারিখ পেছাতে হচ্ছে। তাছাড়া বিদ্যা বালানের সঙ্গে দিয়া এবং সাহিল প্রযোজিত পরবর্তী সিনেমা 'ববি জাসুস'-এর শুটিংও চলছে হায়াদ্রাবাদে। তাই পরিবারের সঙ্গে এবং শুটিংয়ের কারণে বিয়ের তারিখটি আবারও পেছাতে হল।
Share on Google Plus

About BDtop-news24.co

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment