একশো কোটি স্মার্টফোন বিক্রি, শীর্ষে স্যামসাং..

গত বছরে ১০০ কোটিরও বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে এবং বাজারে
বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে
দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির
সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি
অনলাইন।


আইডিসির তথ্য অনুযায়ী, ২০১৩ সালে একশো কোটি ৪০
লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে। ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে
স্মার্টফোন বিক্রি বৃদ্ধির পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৪ শতাংশে।
 
স্মার্টফোন
নির্মাতা হিসেবে স্যামসাংয়ের পরেই রয়েছে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। এরপর
স্মার্টফোনের বাজার দখলের হিসেবে এগিয়ে এসেছে চীনের হুয়াউয়ে। স্মার্টফোনের
বাজারে চতুর্থ স্থানে রয়েছে এলজি ও পঞ্চম স্থানটি লেনোভোর।
বাজার
গবেষণা বলছেন, গত বছরে ফিচার ফোনের তুলনায় স্মার্টফোন বিক্রি হয়েছে বেশি।
গত বছর বিক্রি হওয়া ১৮০ কোটি ইউনিট মুঠোফোনের মধ্যে ফিচার ফোন বিক্রি হয়েছে
মাত্র ৮০ কোটি ইউনিট।

আইডিসির গবেষক রায়ান রেথ জানিয়েছেন, স্মার্টফোন বিক্রি বেড়ে যাওয়ার কারণ
হচ্ছে স্মার্টফোনের ডিসপ্লের আকার বড় হওয়া এবং দাম তুলনামূলকভাবে কমে
যাওয়া। বিশেষ করে ভারত ও চীনের মতো দেশগুলোতে ১৫০ মার্কিন ডলার দামের মধ্য
পাওয়া সম্ভব এমন স্মার্টফোনের চাহিদা বেড়ে যাওয়ায় স্মার্টফোনের বিক্রির হার
বেড়ে গেছে।
আইডিসির তথ্য অনুযায়ী, গত বছর স্যামসাং বাজারে দখল বাড়িয়েছে
৪২ দশমিক ৯ শতাংশ আর অ্যাপলের বাজার দখল কিছুটা কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৯
শতাংশে।
এদিকে আরেকটি বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি
অ্যানালাইটিকসের হিসেবে গত বছর একশো ৭০ কোটি মুঠোফোন বিক্রি হয়েছিল যার
মধ্যে ৯৯ কোটি ইউনিট স্মার্টফোন।
স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের গবেষকেরা
জানিয়েছেন, এ বছর স্মার্টফোনের বাজারে অ্যাপল ও স্যামসাংকে তাদের অবস্থান
ধরে রাখতে অন্যান্য ব্র্যান্ডগুলোর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে
পড়তে হবে।
Share on Google Plus

About BDtop-news24.co

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment