১৭ বছর পর নিজেদের লোগো পরিবর্তন করল দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। গতকাল সোমবার ঢাকার বেসিস মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন লোগো উন্মোচন করা হয়। আনুষ্ঠানিকভাবে নতুন লোগো উন্মোচন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। এ সময় তিনি বলেন, ‘আইসিটি মন্ত্রণালয়ের কাছে মানুষের প্রত্যাশা অনেক, তেমনি আমাদেরও প্রয়োজন সবার সহযোগিতা। বেসিসের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে যে শক্তি ও সাহস জন্মেছে, আমরা তার ব্যবহার নিশ্চিত করতে চাই।’
১৯৯৭ সালে মাত্র ১৭ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বেসিস। বর্তমানে এর সদস্যসংখ্যা সাত শতাধিক।
0 comments:
Post a Comment