বেসিসের নতুন লোগো


১৭ বছর পর নিজেদের লোগো পরিবর্তন করল দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। গতকাল সোমবার ঢাকার বেসিস মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন লোগো উন্মোচন করা হয়। আনুষ্ঠানিকভাবে নতুন লোগো উন্মোচন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। এ সময় তিনি বলেন, ‘আইসিটি মন্ত্রণালয়ের কাছে মানুষের প্রত্যাশা অনেক, তেমনি আমাদেরও প্রয়োজন সবার সহযোগিতা। বেসিসের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে যে শক্তি ও সাহস জন্মেছে, আমরা তার ব্যবহার নিশ্চিত করতে চাই।’
সম্মেলনে বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, তরুণ প্রজন্মকে বেসিসের কার্যক্রমের সঙ্গে নতুনভাবে পরিচিত করতেই নতুন লোগো তৈরি করা। বেসিস ও আইসিটি মন্ত্রণালয় ১০০ দিনের একটি কর্মসূচি হাতে নিচ্ছে। বেসিসের নতুন লোগোর নকশা করেছেন অমিত মজুমদার। বড় করে ইংরেজি হরফে বেসিস লেখার পাশাপাশি নতুন লোগোতে লাল, সবুজ ও আকাশি রঙের ত্রিভুজ ব্যবহার করে ‘ঊ’-এর আকৃতি দেওয়া হয়েছে। বেসিসের মহাসচিব রাসেল টি আহমেদ জানান, এখানে ইংরেজি ‘ই’ অক্ষর দিয়ে এম্পলয়মেন্ট, ই-সার্ভিসেস ও এক্সপোর্টের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। লোগোটিতে ত্রিভুজ তিনটি পরস্পরের সঙ্গে যুক্ত, যা একতার প্রতীক। তিনটি আলাদা রং দিয়ে তথ্যপ্রযুক্তিশিল্পের বৈচিত্র্য বোঝানো হয়েছে।
১৯৯৭ সালে মাত্র ১৭ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বেসিস। বর্তমানে এর সদস্যসংখ্যা সাত শতাধিক।

Share on Google Plus

About BDtop-news24.co

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment