সেক্সটিং আতংকে নিষিদ্ধ হল স্ন্যাপচ্যাট


যৌনতাপূর্ণ উপাদানের ছবিসহ ম্যাসেজ ছড়িয়ে পড়ার ভয়ে এবার সোশাল নেটওয়ার্ক ও ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশন স্ন্যাপচ্যাট নিষিদ্ধ করল একটি কলেজ। সম্প্রতি তরুণ-তরুণীদের মধ্যে যৌনতাপূর্ণ ম্যাসেজ আদান-প্রদান বেড়ে যাওয়ার ভয়ে যুক্তরাজ্যের ইটন কলেজ তার ক্যাম্পাসের ওয়্যারলেস নেটওয়ার্কে স্ন্যাপচ্যাট সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হাফিংটন পোস্ট। স্ন্যাপচ্যাটে ছবিগুলোকে গোপনীয়ভাবে রাখা যায়। এ কারণে ব্যবহারকারীরা তা সংরক্ষণ ও আদান-প্রদানে স্বাচ্ছন্দবোধ করেন। যুক্তরাজ্যের বিখ্যাত কলেজটি জানিয়েছে, শিক্ষার্থীরা এটি ভুলভাবে ব্যবহার করতে পারেন, এই শংকাতেই অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছে।
যুক্তরাজ্যে আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুরুপ আশংকায় অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছে। তবে কলেজের ওয়াইফাই নেটওয়ার্কে ব্যবহার করা না গেলেও অন্য নেটওয়ার্ক ব্যবহার করে অ্যাপটি চালানো যাবে। এ প্রসঙ্গে ইটন কলেজ তার শিক্ষার্থীদের এ অ্যাপটি ব্যবহারের আগে দ্বিতীয়বার চিন্তা করার অনুরোধ করেছে।
Share on Google Plus

About BDtop-news24.co

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment