নেলসন মান্ডেলা : কেন তিনি বিশ্বনেতা ?


mandela 
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন মান্ডেলার প্রয়াণের পর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
তাকে অভিহিত করা হয়েছে ইতিহাসের একজন মহীরূহ হিসেবে, এমন একজন বৈশ্বিক নেতা হিসেবে যার তুলনা সমসাময়িক পৃথিবীর ইতিহাসে বিরল।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জোহানেসবার্গে নেলসন মান্ডেলার স্মরণ সভায় বলেছেন, মান্ডেলা ছিলেন ইতিহাসের একজন বিশাল ব্যক্তিত্ব, যিনি একটি জাতিকে ন্যায়বিচারের পথে নিয়ে গিয়েছিলেন। এরই মধ্যে দিয়ে তিনি স্পর্শ করেছিলেন সারা বিশ্বের শত শত কোটি মানুষকে, তিনি হয়ে উঠেছিলেন বিংশ শতাব্দীর সর্বশেষ এবং সবচেয়ে মহৎ মুক্তিদাতাদের অন্যতম।
mandela, gandhi, suu kyi
এই কটি লাইনে স্পষ্টভাবেই উঠে এসেছে একজন বিশ্বমাপের ব্যক্তিত্বের কথা যিনি একদিকে যেমন অতীতের মহৎ নেতাদের উত্তরসুরী, আবার একই সঙ্গে ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা এবং পথনির্দেশক।
কিন্তু বিশ্বনেতা - এই অভিধাটির অর্থ কি? আর দশজন রাষ্ট্রনায়ক বা রাজনৈতিক নেতার সাথে নেলসন মান্ডেলার মতোএকজন বৈশ্বিক নেতার পার্থক্য কি?
এই প্রশ্ন নিয়ে বিবিসি বাংলার পুলক গুপ্ত কথা বলেছেন বেশ কয়েকজন বিশেষজ্ঞের সাথে, যারা সমকালীন বিশ্বের বড় বড় ব্যক্তিত্বদের জীবন ও কর্মকে বিশ্লেষকের চোখে দেখেছেন।
এরা হলেন, বিবিসির ভাষ্যকার রব ওয়াটসন, দক্ষিণ আফ্রিকার গান্থী মেমোরিয়াল ট্রাস্টের এলা গান্ধী, বাংলাদেশের রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আর দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সমাজতাত্বিক আশিস নন্দী।
তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গী থেকে মূল্যায়ন করেছেন, কাকে বলা যায় একজন বিশ্বনেতা এবং কেন।
Share on Google Plus

About BDtop-news24.co

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment