ভারতীয় পণ্য বর্জনের ডাক গণজাগরণ মঞ্চের




ঢাকা: সম্প্রতি মুক্তি পাওয়া বলিউডের চলচ্চিত্র
‘গুন্ডে’তে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিতে ক্ষোভ প্রকাশ করে তা
সংশোধন না হলে ভারতীয় পণ্য বর্জনের হুমকি দিয়েছে গণজাগরণ মঞ্চ।

সোমবার শাহবাগে আয়োজিত সমাবেশে মঞ্চের সমন্বয়ক ইমরান এইচ সরকার এ হুমকি দেন।


ইমরান
বলেন, ‘গুন্ডের ইতিহাস বিকৃতি সংশোধনে ভারতীয় কর্তৃপক্ষ অবিলম্বে ব্যবস্থা
না নিলে দেশটির চলচ্চিত্র, পণ্য ও টিভি চ্যানেল আমরা আর দেখবো কি না, তা
ভেবে দেখবো।’


তিনি বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধকে
স্বীকৃতি না দিয়ে এতোদিন পাকিস্তান-ভারত যুদ্ধ বলে পাকিস্তানিরা বলে আসছিল।
এবার ভারতও সে পন্থা অবলম্বন করছে।’


সরকারের উদ্দেশে
ইমরান বলেন, ‘আপনারা ভারতকে জানিয়ে দিন যে, চলচ্চিত্রটির কারণে আমরা
ক্ষুব্ধ হয়েছি। বিষয়টি সংশোধনের ব্যাপারে আরো জোরালো পদক্ষেপ গ্রহণ করুন।’


বাংলাদেশ সরকার রবিবার ‘গুন্ডে’র কড়া প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এর প্রদর্শন বন্ধের দাবি জানিয়েছে ভারতের প্রতি।


গত
১৪ ফেব্রুয়ারি বলিউডি চলচ্চিত্র ‘গুন্ডে’ মুক্তি পাওয়ার পরপরই ব্লগ ও
ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননা করার পাশাপাশি ইতিহাস বিকৃত করা
হয়েছে বলে অভিযোগ ওঠে।


গণজাগরণ মঞ্চের সমাবেশ থেকে তিনটি
দাবি জানানো হয়। দাবিগুলো হলো-গুন্ডে সিনেমা থেকে বিকৃত অংশটুকু
প্রত্যাহার, সংশোধন না হওয়া পর্যন্ত গুন্ডে সিনেমার বিপণন বাংলাদেশে
নিষিদ্ধ করা এবং ভারতীয় সরকারি ও বেসরকারি পর্যায়ে বাংলাদেশের
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির সব অপচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশের তরফ থেকে
যথাযথ প্রতিক্রিয়া জানানো।


মঞ্চের অন্যতম সংগঠক মাহমুদুল
হক মুন্সির সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান
তারেক, জাসদ ছাত্রলীগের সভাপতি শামসুল ইসলাম সুমন ও ব্লগার আরিফ জেবতিক
প্রমুখ বক্তব্য রাখেন।


(ঢাকাটাইমস/২৪ ফেব্রুয়ারি/এজে)
Share on Google Plus

About BDtop-news24.co

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment