মহিলা লীগ নেত্রীর হাতে ট্রাফিক পুলিশ লাঞ্ছিত

সিলেট: নগরীতে জেলা যুব মহিলা লীগের অর্থসম্পাদীকার হাতে
দেলোয়ার হোসেন নামে এক ট্রাফিক পুলিশ লাঞ্ছিত হয়েছেন। মঙ্গলবার দুপুর
আড়াইটার দিকে জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে এসএমপির কোতোয়ালি থানা
পুলিশ জেলা যুব মহিলালীগের অর্থসম্পাদীকা মিনারা বেগম চৌধুরীকে আটক করেছে।
পুলিশ
সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে জিন্দাবাজার তাঁতিপাড়া গলির মুখ থেকে
মিনারা বেগম ওয়ান লেন রাস্তার উল্টো দিকে রিক্সাযোগে আসার চেষ্টা করলে
কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল দেলোয়ার তাকে বাধা দেয়। এতে মিনারা বেগম
ক্ষিপ্ত হয়ে ট্রাফিক পুলিশ দেলোয়ারের উপর চড়াও হন। এক পর্যায়ে তিনি ওই
পুলিশকে লাঞ্ছিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিনারা বেগমকে আটক করে
কোতোয়ালি থানায় নিয়ে যায়।
এসএমপির মূখপাত্র ও এডিসি (উত্তর) রহমত
উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
মিনারা বগেম এখন কোতোয়ালি থানায় রয়েছেন। তাকে মহিলা পুলিশ দিয়ে আটক করা
হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/
Share on Google Plus

About BDtop-news24.co

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment