শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে জাতি

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে জাতি।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অ্যাডভোকেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তারা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর ফুল দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।
এরপর জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ জাতীয় পার্টির নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
রাত ১টার দিকে শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের অন্য নেতারা।
আওয়ামী লীগ, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, তিন বাহিনীর প্রধান এবং পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এরপর সেক্টর কমান্ডারস ফোরাম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ সরকারি কর্মকমিশন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণী-পেশার মানুষ শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য জেলায়ও শহীদ মিনারে একুশের প্রথম প্রহর থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
ভাষা শহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। এছাড়া ভাষা আন্দোলনের ঐতিহ্য ও গৌরবের কথা স্মরণ করে জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।
চট্টগ্রাম : মহান ভাষা আন্দোলনে জীবন দেয়া বীর শহীদদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে ঢল নেমেছিল চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে।
গভীর রাতে মা-বাবার হাত ধরে যেমন ছোট্ট শিশু ফুল নিয়ে এগিয়ে আসে, তেমনি মানুষের ঢল দেখে বিস্মিত বিদেশি নাগরিকরাও শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে পুলিশের একটি চৌকস দল শহীদ মিনারে গার্ড অব অনার প্রদান করে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় মহান শহীদ দিবসের আনুষ্ঠানিকতা।
মন্ত্রীর পরেই ফুল দেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। মন্ত্রী-প্রতিমন্ত্রীর পর ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রামের মেয়র এম মনজুর আলম।
এরপর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে নগর আওয়ামী লীগ শহীদ মিনারে ফুল দেন।
এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ, জেলা প্রশাসক আব্দুল মান্নান, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার, জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার, চট্টগ্রাম কারাগারের জেলার রফিকুল কাদের খানসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও প্রেস কাব, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, বন বিভাগ, চট্টগ্রাম শিাবোর্ডের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তাদের পুস্পস্তবক অর্পণের পালা শেষ হওয়াার পর শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।
এরপর নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে নগর বিএনপি, নগর জাপার আহ্বায়ক সোলায়মান আলম শেঠের নেতৃত্বে জাপা, ওয়ার্কার্স পার্টি, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আইনজীবী কার্ক অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, স্বর্ণশিল্পী ঐক্য পরিষদসহ আরও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
রাজশাহী : বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে রাজশাহী মহানগরবাসী। একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে নগরীর শহীদ মিনারগুলোতে নামে মানুষের ঢল।
বৃহস্পতিবার রাত ১২টা ১মিনিটে নগরীর ভুবনমোহন পার্ক, রাজশাহী কলেজ শহীদ মিনার, রাজশাহী কোর্ট শহীদ মিনার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারসহ অন্যান্য শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন।
ভুবনমোহন পার্কে অন্যান্যের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, কাউন্সিলরবৃন্দ, রাসিকের কর্মকর্তা-কর্মচারি ইউনিয়ন, ওয়ার্কার্স পার্টি রাজশাহী জেলা ও মহানগর শাখা, জাতীয় শ্রমিক ফেডারেশন, আদিবাসী ছাত্র পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
অপরদিকে রাজশাহী কলেজে শ্রদ্ধা জানায় রাজশাহী কলেজ, মহানগর আওয়ামী লীগ, মহানগর বিএনপি, জেলা বিএনপি, রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগ, মহানগর জাতীয় পার্টি, মহানগর যুবলীগ এবং মহানগর যুবদল।
যশোর : যশোরের একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার সরকারি এমএম কলেজে মানুষের ঢল নামে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ সমাবেত হন এমএম কলেজ প্রাঙ্গণে।
রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
এরপর জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসন, সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম ইবাদুল হক, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, পৌর মেয়র মারুফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু ও সহ সভাপতি খান টিপু সুলতানের নেতৃত্বে আওয়ামী লীগ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, যশোর প্রেস কাবের সম্পাদক আহসান কবীর বাবু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ গণি খান রিমন ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মহিদুল ইসলাম মন্টুর নেতৃত্বে সাংবাদিকরা শ্রদ্ধা জানান।
এছাড়াও জেলা যুবলীগ, ছাত্রলীগ, জাসদ, বাসদ, যুবদল, ছাত্রদলসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার।
ভিসির পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিরা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।
মাগুরা : মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধার মধ্যে দিয়ে মাগুরায় পালিত হচ্ছে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি।
দিবসটি উপলক্ষে বৃহস্পতি

বার রাতে একুশের প্রথম প্রহরে মাগুরা সরকারি কলেজ শহীদ বেদীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক সিরাজুল আকবর, জেলা প্রশাসক মাসুদ আহমেদ, পুলিশ সুপার জিহাদুল কবিরসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শুক্রবার সকাল ৭টায় জেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরি শহর প্রদক্ষিণ শেষে শহরের কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী শহীদ বেদী চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Share on Google Plus

About BDtop-news24.co

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment