ফেসবুকে ঘোষণা দিয়ে আত্মহত্যা!

ঢাকা: দশ দিন আগেই দিয়েছিলো প্রোফাইল পিকচারটি। তবে কেউ
ধারণা করতে পারেনি এমন প্রোফাইল পিকচারের অর্থ এই হবে। ‘আই হেট মাই লাইফ’
অর্থাৎ আমি জীবনকে ঘৃণা করি এই প্রোফাইল পিকচারটি দিয়ে দশদিনের মধ্যে
আত্মহনণ করলেন ২৫ বছর বয়সী ভারতীয় তরুণী আরতি শ্রীভাস।
রবিবার ইন্দোরে
নিজ বাড়িতে আরতির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ১২ ফেব্রুয়ারি
প্রোফাইল পিকচার পরিবর্তন করে একপ্রকারের আত্মহত্যার ঘোষণাই দিয়েছিলেন তিনি
বলা যায়।
আরতির ছয়জন ফেসবুক বন্ধু এই ছবিতে ‘লাইক’ দিয়েছেন। এর মধ্যে
একজন আরতির মা। এই ছবি আপ করার পরে বেশ কয়েকজন বন্ধু তাকে কমেন্টে লিখেছেন
যেনো জীবন থেকে ‘ঘৃণা’ শব্দটিকে মুছে ফেলেন তিনি। কিন্তু তার পরিবার
বিষয়টিকে হালকা ভাবেই নিয়েছিলেন।
আরতি এক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত
ছিলেন। একমাস আগে তাকে সেখান থেকে ছাটাই করা হয়। চার বছর আগে তার বাবা মারা
গিয়েছেন এবং মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কমিশনের ভিত্তিতে নিয়োজিত
রয়েছেন। আরতি যখন আত্মহত্যা করে সেই সময়ে বাড়িতে কেউ ছিলো না বলে জানা যায়।
গত ১৯ জানুয়ারি আরতি ফেসবুকের কভার পিকচারটিও পরিবর্তন করেন। সেখানেও তার জীবন সম্পর্কে হতাশা ফুটে উঠেছে।
পুলিশ
ফেসবুকে ছবি আপ করার উপর ভিত্তি করে তদন্তে নেমেছে। কারণ আরতি মৃত্যুর আগে
কোনো সুইসাইট নোট রেখে যায়নি। এমনকি মোবাইলেও কোনো অসঙ্গতি ধরা পড়েনি বলে
জানায় পুলিশ।
পুলিশ ধারণা করছে, সম্প্রতি চাকুরী চলে যাওয়ার কারণে হয়তো হতাশ হয়ে পড়েছিলেন আরতি। আর এই হতাশা থেকেই আত্মহণনের সিদ্ধান্ত নেন তিনি।
Share on Google Plus

About BDtop-news24.co

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment