রাজনীতিতে আসব না: আমির খান

কোন দিন কোন রাজনৈতিক দলকে সমর্থন করেননি তিনি। তাই সক্রিয় রাজনীতিতে কোন
দিনই তিনি আসবেন না বলে নিজের শো সত্যমেব জয়তে জানালেন আমির খান।

আমির
বলেন, ‘রাজনীতি থেকে আমি দূরে থাকতে চাই। বিভিন্ন ইস্যু নিয়ে আমি
প্রতিক্রিয়া দিয়ে থাকি কারণ সেগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু কোনও দলের সঙ্গে
কখনই হাত মেলাবো না আমি। তবে আমি মনে করি আমার শো-য়ে আমি খুব বেশি কাঁদি।
আমি খুবই আবেগপ্রবণ। দুঃখের কাহিনি শুনলেই আমি কেঁদে ফেলি। এমনও হয়েছে আমি
শুটিংয়ে পনেরো মিনিট ধরে কেঁদেছি। যেগুলো পরে এডিট করে বাদ দিতে হয়েছে।

শুরু
হতে চলেছে সত্যমেব জয়তের দ্বিতীয় সিজন। এই সিজনে দর্শকরা যদি কোনও ইস্যুকে
সমর্থন করতে চান, তার জন্য ভোট করতে পারবেন। সত্যমেব জয়তে-র টাইটেল
ট্র্যাকেও গলা মিলিয়েছেন আমির।

সূত্র : জিনিউজ



বিডি টপ নিউজ২৪ডট কম
Share on Google Plus

About BDtop-news24.co

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment