ঢাকা-নিজের জীবন বিপন্নের ঝুঁকি সত্ত্বেও এক হরিণ শাবকের জীবন রক্ষা করে নোয়াখালীর কিশোর কবির এখন রীতিমত বিখ্যাত। লন্ডনের ডেইলি মেইলসহ বিশ্বের
অনেক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তার বীরত্বের কাহিনী।
ডেইলি মেইল তাকে
বর্ণনা করেছে বিস্ময়কর সাহসী বালক হিসেবে। প্রকাশিত সংবাদ অনুযায়ী, নদীর
প্রবল স্রোতে ভেসে যাচ্ছে একটি হরিণ শাবক। অসহায় বাচ্চাটি বাঁচার আপ্রাণ
চেষ্টা করছে। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হরিণ শাবকটি বড় অসহায়।
অনেকেই এ দৃশ্য দেখছিলেন। কিন্তু বেলাল নামে এক টিনএজ প্রাণের ঝুঁকি নিয়ে
ঝাঁপ দিলো নদীতে। একহাতে হরিণ শাবককে উচুঁ করে ধরলো।
বর্ণনা করেছে বিস্ময়কর সাহসী বালক হিসেবে। প্রকাশিত সংবাদ অনুযায়ী, নদীর
প্রবল স্রোতে ভেসে যাচ্ছে একটি হরিণ শাবক। অসহায় বাচ্চাটি বাঁচার আপ্রাণ
চেষ্টা করছে। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হরিণ শাবকটি বড় অসহায়।
অনেকেই এ দৃশ্য দেখছিলেন। কিন্তু বেলাল নামে এক টিনএজ প্রাণের ঝুঁকি নিয়ে
ঝাঁপ দিলো নদীতে। একহাতে হরিণ শাবককে উচুঁ করে ধরলো।
প্রানপন চেষ্টায় হরিণ
শাবকটিকে উদ্ধার করে নিয়ে আসে বেলাল। উপস্থিত লোকজন হাত তালি দিয়ে অভিবাদন
জানায়। নোয়াখালীতে ঘটা এ ঘটনা ক্যামেরাবন্দি করেন চিত্রগ্রাহক হাসিবুল
ওয়াহাব। তিনি বলেন, বৃষ্টির মৌসুমে নোয়াখালীতে অনেক হরিণ শাবক মারা যায়।
এক্ষেত্রে বালকটি ছিল সাহসী। নদী পানিতে এতই পূর্ণ ছিল যে আমরা ভয়
পাচ্ছিলাম ছেলেটি না ডুবে যায়। বালটিকে রক্ষার জন্য আমার বন্ধুও নদীতে ঝাঁপ
দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো। কিন্তু কবির হরিণ শাবককে উদ্ধার করতে
সক্ষম হয় এবং যখন সে ফিরে আসে আমরা তাকে অভিবাদন জানাই।
শাবকটিকে উদ্ধার করে নিয়ে আসে বেলাল। উপস্থিত লোকজন হাত তালি দিয়ে অভিবাদন
জানায়। নোয়াখালীতে ঘটা এ ঘটনা ক্যামেরাবন্দি করেন চিত্রগ্রাহক হাসিবুল
ওয়াহাব। তিনি বলেন, বৃষ্টির মৌসুমে নোয়াখালীতে অনেক হরিণ শাবক মারা যায়।
এক্ষেত্রে বালকটি ছিল সাহসী। নদী পানিতে এতই পূর্ণ ছিল যে আমরা ভয়
পাচ্ছিলাম ছেলেটি না ডুবে যায়। বালটিকে রক্ষার জন্য আমার বন্ধুও নদীতে ঝাঁপ
দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো। কিন্তু কবির হরিণ শাবককে উদ্ধার করতে
সক্ষম হয় এবং যখন সে ফিরে আসে আমরা তাকে অভিবাদন জানাই।
সূত্র:: জেডআই,নিউজরুম এডিটর
0 comments:
Post a Comment