যৌন ক্রিয়া শুধু বিষণ্নতা দূর করা বা ক্যালরি খরচের কাজটিই করে না,
সেইসঙ্গে মানুষের বুদ্ধিমত্তাও বাড়িয়ে দেয়! আমেরিকার ইউনিভার্সিটি অব
মেরিল্যান্ডের একদল মনোবিজ্ঞানী পরীক্ষায় এ তথ্য পেয়েছেন। গবেষণায় বলা হয়,
মস্তিষ্কে হিপোক্যাম্পাস নামে একটি স্থান রয়েছে যা বহুদিনের স্মৃতি ধরে
রাখে। যৌন সঙ্গম মগজের এ অংশে নতুন নিউরনের জন্ম দেয়।
সেইসঙ্গে মানুষের বুদ্ধিমত্তাও বাড়িয়ে দেয়! আমেরিকার ইউনিভার্সিটি অব
মেরিল্যান্ডের একদল মনোবিজ্ঞানী পরীক্ষায় এ তথ্য পেয়েছেন। গবেষণায় বলা হয়,
মস্তিষ্কে হিপোক্যাম্পাস নামে একটি স্থান রয়েছে যা বহুদিনের স্মৃতি ধরে
রাখে। যৌন সঙ্গম মগজের এ অংশে নতুন নিউরনের জন্ম দেয়।
ওই বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা বলেন, মস্তিষ্কের এ অংশে এমনিতেই নতুন
নিউরন গজায়। কিন্তু দেখা গেছে, সাধারণত নিউরন জন্ম নিতে যে সময়ের প্রয়োজন
হয়, নিয়মিত যৌন সঙ্গমের ফলে হিপোক্যাম্পাসে নতুন নিউরন তার চেয়ে দ্রুত জন্ম
নেয়। তা ছাড়া যৌন কাজ মস্তিষ্কের সব কোষে অক্সিজেন ছড়িয়ে দেয়। এ সবকিছু
বুদ্ধিমত্তা বৃদ্ধির সহায়ক।
নিউরন গজায়। কিন্তু দেখা গেছে, সাধারণত নিউরন জন্ম নিতে যে সময়ের প্রয়োজন
হয়, নিয়মিত যৌন সঙ্গমের ফলে হিপোক্যাম্পাসে নতুন নিউরন তার চেয়ে দ্রুত জন্ম
নেয়। তা ছাড়া যৌন কাজ মস্তিষ্কের সব কোষে অক্সিজেন ছড়িয়ে দেয়। এ সবকিছু
বুদ্ধিমত্তা বৃদ্ধির সহায়ক।
দক্ষিণ কোরিয়ার সিউলের কনকুক বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আরেকটি গবেষণা
যৌনতার সঙ্গে মানুষের বুদ্ধিমত্তা বৃদ্ধির তত্ত্বটিকে আরো শক্ত করেছে।
যৌনতার সঙ্গে মানুষের বুদ্ধিমত্তা বৃদ্ধির তত্ত্বটিকে আরো শক্ত করেছে।
কোরিয়ান গবেষণাকদের গবেষণায় একই প্রমাণ মিলেছে। তাতে বলা হয়, সেক্স
মানুষের বুদ্ধিমত্তার নানা অংশকে উন্নত করে তোলে। চরম বিষন্নতা মস্তিষ্কের
যে ক্ষতিসাধন করে, যৌনতা তা দূর করে দিয়ে মগজের হিপোক্যাম্পাস অংশে নিউরন
তৈরি করে বুদ্ধিবৃত্তির ক্ষতি পুষিয়ে দেয়।
মানুষের বুদ্ধিমত্তার নানা অংশকে উন্নত করে তোলে। চরম বিষন্নতা মস্তিষ্কের
যে ক্ষতিসাধন করে, যৌনতা তা দূর করে দিয়ে মগজের হিপোক্যাম্পাস অংশে নিউরন
তৈরি করে বুদ্ধিবৃত্তির ক্ষতি পুষিয়ে দেয়।
গ্ল্যামার ম্যাগাজিনের আরেকটি প্রতিবেদনে বলা হয়, নানা জটিলতায় যে
স্মৃতিভ্রংশ ঘটে, পুরনো দম্পতি যাদের মাঝে নিয়মিত যৌনতা হয়, তাদের মধ্যে এ
সমস্যা একেবারে দেখাই যায় না। সূত্র : হিন্দুস্তান টাইমস
স্মৃতিভ্রংশ ঘটে, পুরনো দম্পতি যাদের মাঝে নিয়মিত যৌনতা হয়, তাদের মধ্যে এ
সমস্যা একেবারে দেখাই যায় না। সূত্র : হিন্দুস্তান টাইমস

0 comments:
Post a Comment