বেসরকারি টেলিভিশন চ্যানল আইয়ের ক্ষুদে গান রাজের সঙ্গীতশিল্পী পড়শীর ফেসবুক ফ্যান পেজকে স্বীকৃতি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
মঙ্গলবার ফেসবুক দ্বারা ফেসবুক পেজ ভ্যারিফাইড হবার পর পড়শী ফেসবুক কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। ভিডিও বার্তা প্রকাশ করেছেন ভক্তদের উদ্দেশে।
ভিডিও বার্তায় তিনি বলেছেন, "ফেসবুক এখন যোগাযোগের একটি জনপ্রিয় মাধ্যম। এর মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই ভক্ত-শ্রোতাদের পাশাপাশি থাকা যায়। তবে সঠিক আইডি খুঁজে না পাওয়ার কারণে অনেকেই হয়তো আমার সম্পর্কে জানতে পারেন না। ফেসবুকে আমার নামে প্রায় ২৫-৩০টি ভুয়া আইডি এবং অর্ধশত ফ্যানপেজ রয়েছে।"
পড়শীর আসল ফ্যানপেজের ঠিকানা হলো www.facebook.com/porshi
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ফেসবুক কর্তৃপক্ষ পেইজ এবং প্রোফাইল ভেরিফাই করার অপশন চালু করে। অভিনেতা-অভিনেত্রী, সেলিব্রিটি, জনপ্রিয় বিভিন্ন কোম্পানি/ব্র্যান্ড, সরকারি বা বিখ্যাত সব ব্যবসায়ীর ফেইক অ্যাকাউন্টের বিভ্রান্তির হাত থেকে রক্ষা করার জন্য এ ব্যবস্থা করা হয়। সাধারণত কোনো জনপ্রিয় ব্যক্তির ফ্যান পেইজে ভক্তের সংখ্যা বেশি হলে ফেসবুক কর্তৃপক্ষ নিজ উদ্যোগে এটা যাচাই-বাছাই শুরু করে। যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হলে এটা ভেরিফায়েড পেইজ হিসেবে স্বীকৃতি পায়। -http://bdtop-news24.blogspot.com/
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment