রাজনৈতিক সহিংসতা আইটি ব্যবসাকে ক্ষতিগ্রস্থ করছে : বেসিস

http://bdtop-news24.blogspot.com/বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা এবং বিরোধিতা দেশের আইটি খাতের সবধরনের ব্যবসাকে মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ করেছে। এভাবে চলতে থাকলে বিগত সময়ে অর্জিত সফলতা ধরে রাখা সম্ভব হবে না।

২৮ ডিসেম্বর বেসিস মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর ১৫ তম বার্ষিক সাধারন সভায় বক্তারা এসব কথা বলেন।

বেসিস সভাপতি শামীম আহসান সভায় সভাপতিত্ব করেন। বেসিস মহাসচিব রাসেল টি আহমেদ ২০১৩ সালের কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপনা করেন। ২০১২-১৩ অর্থবছরের নীরিক্ষা প্রতিবেদন তুলে ধরেন কোষাধ্যক্ষ শাহ ইমরুউল কায়ীশ।

বেসিস সভাপতি শামীম আহসান বলেন, রাজনৈতিক সহিংসতা আমাদের আইটি ব্যবসাকে মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ করছে। রাজনৈতিক সমাধান দ্রুত হলে এবং সরকারের সহযোগিতা পেলে আগামী পাঁচ বছরে এখাত থেকে এক বিলিয়ন ডলার রপ্তানি করা হবে এবং ১০ লক্ষ আইটি প্রফেশনাল তৈরী ও তাদের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে।

বেসিস সদ্যস্যরা ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসিস-এর সহ-সভাপতি উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব এম রাশিদুল হাসান, পরিচালক রিয়াজউদ্দিন মোশাররফ, সচিব হাসিম আহমেদ প্রমুখ। সভায় বেসিস সভাপতি শামীম আহসান আগামী জুন ২০১৪ পর্যন্ত অর্ধবার্ষিকী পরিকল্পনা উপস্থাপন করেন।

উপস্থিত সদস্যরা পরিকল্পনার উপর পর্যালোচনা ও বেসিসের বিভিন্ন কার্যক্রম গ্রহনের পরামর্শ প্রদান করেন।
Share on Google Plus

About BDtop-news24.co

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment